কাজের বদলে দিতে হয় শরীর : শামা সিকান্দার

কাজের বদলে দিতে হয় শরীর : শামা সিকান্দার বলিউডের সেক্স সিম্বল অভিনেত্রী শামা সিকন্দরের দাবি, তিনিও বলিউডে কর্মক্ষেত্রে কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন। তিনি এটাও জানিয়েছেন, এখন হিন্দি ছবির জগৎ অনেক পেশাদার। এখনকার কমবয়সি প্রযোজকরা বিনিময়ে বিশ্বাসী নন। বলিউডের ‘কাস্টিং কাউচ’ এর অভিজ্ঞতা নিয়ে শামা সিকান্দার জানান, বলিউডে একটা সময়ে কাজের বদলে শরীর চাওয়ার ধারা ছিল। তাতে সকলে গা না ভাসালেও ক্ষমতার শীর্ষে থাকার সুযোগ নিতেন অনেকেই। নিজেও সেই ‘সুযোগ নেওয়া’র শিকার হয়েছেন বলে জানালেন অভিনেত্রী।

কাজের বদলে দিতে হয় শরীর : শামা সিকান্দার
বলিউডের সেক্স সিম্বল অভিনেত্রী শামা সিকন্দরের দাবি, তিনিও বলিউডে কর্মক্ষেত্রে কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন। তিনি এটাও জানিয়েছেন, এখন হিন্দি ছবির জগৎ অনেক পেশাদার। এখনকার কমবয়সি প্রযোজকরা বিনিময়ে বিশ্বাসী নন। বলিউডের ‘কাস্টিং কাউচ’ এর অভিজ্ঞতা নিয়ে শামা সিকান্দার জানান, বলিউডে একটা সময়ে কাজের বদলে শরীর চাওয়ার ধারা ছিল। তাতে সকলে গা না ভাসালেও ক্ষমতার শীর্ষে থাকার সুযোগ নিতেন অনেকেই। নিজেও সেই ‘সুযোগ নেওয়া’র শিকার হয়েছেন বলে জানালেন অভিনেত্রী।
শামা জানিয়েছেন, সরাসরি কুপ্রস্তাব দেওয়া হয়নি তাকে। তবে অনেক প্রযোজক চাইতেন তার ‘বন্ধু’ হতে। ব্যক্তিগত ভাবে এমন বহু ‘বন্ধুত্বের’ প্রস্তাব পেয়েছেন বলে জানান শামা। যে বন্ধুত্ব তার কথায় আদতে নির্ভেজাল নয়, বরং যৌ..ন ঘনিষ্ঠতার আহ্বান! তিনি বলেছেন, ‘কাজের জন্য অনুরোধ করতে গিয়ে প্রযোজকরা বন্ধুত্বের কথা বলেছেন। আমার প্রশ্ন ছিল, আরে একসঙ্গে কাজই যদি না করি, তা হলে বন্ধুত্ব কী করে হবে! শরীরের বদলে কাজ চাওয়ার এই গোটা ভাবনাটাই আমার নিম্নরুচির মনে হয়েছে বরাবর। আত্মবিশ্বাসের অত্যন্ত অভাব থাকলেই কেউ এই ফাঁদে পা দিতে পারে।
এই অভিনেত্রী জানিয়েছেন, সেই সমস্ত বন্ধু হতে চাওয়া প্রযোজকরা বলিউডের এক এক জন বড় মাথা। তবে একই সঙ্গে শামার দাবি, কাস্টিং কাউচ শুধু বলিউডেই সীমাবদ্ধ নয়। সমস্ত কর্মক্ষেত্রেই এমন হয়ে থাকে। তার মতে, বলিউডের নাম এই ব্যাপারে সর্বাগ্রে উঠে আসে তার কারণ, বলিউড নিয়ে আলোচনাও হয় সবচেয়ে বেশি। বলিউড নিয়ে মানুষের আগ্রহও বেশি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow